বাংলাদেশে প্রথম রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন করে ইতিহাসের অংশ নেত্রকোণা

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকও বলা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্য তথা ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ সাহিত্য প্রতিভা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক বাংলা ভাষার স্থপতি এবং বাঙালি জাতির অন্যতম সঙ্গীত প্রতিভাও তিনি। 

নোবেল পুরস্কার প্রাপ্তির কিছুকাল পর থেকে শান্তি নিকেতন ও কলকাতায় রবীন্দ্রজয়ন্তী উৎসব শুরু হলেও এর বাইরে উপমহাদেশের অন্য কোথাও এ অনুষ্ঠানের প্রচলন শুরু হয়নি। ইতিহাস সাক্ষ্য দেয়, শান্তিনিকেতন ও কলকাতার বাইরে প্রথম রবীন্দ্রজয়ন্তী উৎসব পালিত হয় নেত্রকোণার দত্ত হাই স্কুলে । মোহনগঞ্জ তথা নেত্রকোণার প্রখ্যাত সঙ্গীত প্রতিভা ও রবীন্দ্র গবেষক ডঃ শৈলজারপ্রন মজুমদার এর উদ্যোগে ১৯৩২ সালে এ অনুষ্ঠানের সফল আয়োজন করা হয় । গবেষকদের মতে, শান্তি নিকেতন ও কলকাতার বাইরে এটাই ছিলো উপমহাদেশে প্রথম রবীন্দ্র জয়ন্তী উৎসব। এ উৎসব পালন করে নেত্রকোণা রবীন্দ্র ইতিহাসের অংশ হয়ে আছে।

Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন