নেত্রকোণা সরকারি মহিলা কলেজ নেত্রকোণা জেলা শহরে অবস্থিত একটি সরকারি কলেজ। নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে নেত্রকোনার কয়েকজন শিক্ষানুরাগীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৯ সালে ঐতিহাসিক মোক্তার পাড়ার মাঠ ঘেষে মনোরম পরিবেশে প্রতিষ্ঠা করা হয় নেত্রকোনা মহিলা কলেজ। কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে, ১৯৮৬ সালে কলেজটিকে সরকারি করণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই নেত্রকোণাসহ বৃহত্তর ময়মনসিংহ-এর নারী শিক্ষার উন্নয়ন ও বাস্তবায়নে এই কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
কলেজটিতে উচ্চ মাধ্যমিকে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখা চালু রয়েছে। চালু রয়েছে স্নাতক (পাস) কোর্সে বিএ, বিএসএস, বিএসসি কোর্স। প্রতিষ্ঠার ৪৬ বছর পর ছাত্রী, শিক্ষক. অভিভাবক ও সুশীল সমাজের দাবীর প্রেক্ষিতে নেত্রকোনা সরকারী মহিলা কলেজে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু করার মধ্য দিয়ে কলেজটিতে উচ্চ শিক্ষার দ্বার উম্মোচিত হয়। বর্তমানে স্নাতক (সম্মান) কোর্সে রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, সমাজকর্ম ও ইংরেজি পড়ানো হয়।
সহ শিক্ষার আওতায় নেত্রকোণা সরকারি মহিলা কলেজে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এবং রোভার স্কাউটের কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও ছাত্রীরা ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য প্রতিযোগিতাতেও সাফল্যেও সাক্ষর রাখছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন