নেত্রকোণা জেলা স্টেডিয়াম; ক্রীড়ার বিকাশে তৎপর

নেত্রকোণা জেলা স্টেডিয়াম নেত্রকোণায় অবস্থিত একটি স্টেডিয়াম। স্টেডিয়ামটি শহরের সাতপাই কলেজ রোড এলাকায় অবস্থিত। যা নির্মিত হয় ১৯৭৯ সালে। এ অঞ্চলের ক্রীড়ার বিকাশে অন্যতম ভূমিকা পালন করে আসছে এই স্টেডিয়াম। এ মাঠ থেকেই একসময় উঠে এসেছেন জাতীয় দলের বেশকিছু ফুটবলার। এ স্টেডিয়াম নেত্রকোণা জেলা ফুটবল দল ও নেত্রকোণা জেলা ক্রিকেট দলের হোম গ্রাউন্ড। ক্রিকেট এবং ফুটবল ছাড়াও অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়ে থাকে স্টেডিয়ামটিতে।

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ১৫ হাজার আসন বিশিষ্ট এ স্টেডিয়ামের সংস্কার/ নির্মাণকাজ সম্পাদন করা হয়েছে। স্টেডিয়ামটিতে রয়েছে ভিভিআইপি গ্যালারি, সাংবাদিকদের জন্য প্রেসবক্স, খেলোয়াড়দের বিশ্রামাগার, অফিস কক্ষ ও রেফারি কক্ষ। নেত্রকোনা জেলায় ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় সৃষ্টিতে এ স্টেডিয়ামের অবদান অনন্য। নেত্রকোণা জেলায় একটি মাত্র জেলা স্টেডিয়াম আছে। 

নেত্রকোণা জেলা স্টেডিয়াম ছাড়াও শহরে মোক্তার পাড়ার মাঠ, সরকারী কলেজ মাঠ, দত্ত উচ্চ বিদ্যালয়ের মাঠ ও চন্ডনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ আছে। উক্ত মাঠগুলোতে জেলা শহরের খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া উপজেলায় স্কুল ও কলেজ সমূহের নিজস্ব মাঠ রয়েছে। 

Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন