আটপাড়া উপজেলায় আটপাড়া নামে কোন মৌজা, গ্রাম বা পাড়ার অস্থিত্ব নেই। এ উপজেলার নাম কীভাবে আটপাড়া হলো সে ব্যাপারেও ইতিহাসে তেমন কোন তথ্য উপাত্ত পাওয়া যায়না। ইতিহাসবিদরা অনেক চেষ্টা করেও এর নামকরণের ইতিহাস বের করতে পারেননি।
তবে ইতিহাস ঘেটে জানা যায়, ঈশা খাঁ’র শাসনামলে আটপাড়া সরকার বাজুহার অন্তর্ভূক্ত ছিল। পরবর্তীতে তা পরগনায়েনা সিরুজিয়াল ও মৈমনসিংহ পরগনাভুক্ত হয়ে পড়ে। মৈমনসিংহ পরগনার জমিদার ছিলেন গৌরীপুরের ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী। তাঁর নামানুসারেই এ স্থানের নামকরন হয় ব্রজের বাজার। এই ব্রজের বাজার এর পরবর্তী নাম আটপাড়া।
ব্রজের বাজার কীভাবে আটপাড়া হয়ে গেল তা ইতিহাসে আজো প্রশ্ন হয়েই আছে। স্থানীয়ভাবে আটপাড়া বাজারকে আজো ব্রজের বাজার বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন