খালিয়াজুরী উপজেলার নাম কেন কিংবা কীভাবে খালিয়াজুরী হলো তা সঠিকভাবে বলা না গেলেও এ বিষয়ে বেশ কটি জনশ্রুতি পাওয়া যায়। একটি জনশ্রুতি মতে, এ অঞ্চলে পূর্বে খাসিয়াদের অবস্থান ছিল বিধায় স্থানের নামকরণ হয় খাসিয়াজুরী। কালক্রমে শব্দটি রূপান্তর হতে হতে খালিয়াজুরীতে রূপ নেয়। অন্য জনশ্রুতি মতে, গারো, হাজং ও কোচ শাসকদের হাত থেকে খাসিয়া সম্প্রদায় ‘জোর’ করে এ অঞ্চল দখল করে। অঞ্চলটি খাসিয়াদের হস্তগত হয়। ঐ কারণে পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীগণ এ অঞ্চলকে খাসিয়াজুরী বলে আখ্যায়িত করে। পরবর্তীতে শব্দের রুপান্তরের মাধ্যমে খাসিয়াজুরী থেকে খালিয়াজুরী নামের বিকাশ ঘটে।
আবার অনেকেই মনে করেন, খাল এবং জুরি একত্র হয়ে খালিয়াজুরী নামটির উৎপত্তি হয়েছে। পানি চলাচলের জন্য সৃষ্ট নালাকে স্থানীয়ভাবে ‘জুরি’ বলে অভিহিত করা হয়। যার অর্থ জলধারা। খাল শব্দটিও একই অর্থে ব্যবহৃত হয়।
তবে, খালিয়াজুরী নামকরণ যে ভাটী নামকরণের পরবর্তী সময়ে হয়েছে এবং সামন্ত রাজাদের শাসনামলে তা অনেকেই অনুমান করে থাকেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন