নেত্রকোণা জেলার কলমাকান্দার নামকরণে একাধিক জনশ্রুতি পাওয়া যায়। প্রতিটি জনশ্রুতিরই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। একদিন হয়তো এসব জনশ্রুতি হতে কিংবা ঐতিহাসিকদের আরো বিস্তারিত গবেষণায় কলমাকান্দার নামকরণের প্রকৃত ইতিহাস বের হয়ে আসবে।
কলমাকান্দার নামকরণের একটি জনশ্রুতি হতে জানা যায়- কলমাকান্দার আশপাশের পাহাড় হতে নেমে আসা পাহাড়ি ঢলের পানির সঙ্গে পলিমাটি এসে এ অঞ্চল ভরাট ভূমিতে রূপান্তরিত হয়। এ ভরাট ভূমির স্থানীয় নাম কান্দা। এসব ভরাট কান্দায় জন্মানো কলমি গাছ মাটি আটকে ধরে এ ভরাট ভূমিতে আরো মাটি সঞ্চয় করতে সহায়তা করে। সে কারণেই প্রথমে স্থানটি কলমিকান্দা নামে পরিচিত হয় এবং পরবর্তীতে ভাষার অপভ্রংশতায় মানুষের মুখের ভাষায় কলমিকান্দা পরিণত হয় কলমাকান্দা নামে।
অপর আরেকটি জনশ্রুতি হতে জানা যায়- গারো পাহাড়ে প্রচুর কমলা উৎপন্ন হতো। এসব কমলা এ অঞ্চলের সমতলবাসী ও পাহাড়ী গারোদের মাঝে ক্রয় বিক্রয়/ আদান- প্রদান হতো। এ কারণে এ কান্দা অঞ্চলটি একসময় কমলাকান্দা নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে কালের পরিক্রমায় কমলাকান্দা অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠলে তারা কমলাকান্দা কে কলমাকান্দা নামে আখ্যায়িত করে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, এতদঞ্চলের অনেকেই কলমাকান্দাকে এখনো কমলাকান্দা নামেই ডেকে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন