মোহনগঞ্জ নামটি যেভাবে আমাদের হলো

মোহনগঞ্জ এলাকার নামকরণ মোহনগঞ্জ হয়েছে মোহন সাহা নামে একজন স্বনামধন্য ব্যবসায়ীর নামানুসারে। এ বিষয়ে কোন ভিন্নমত পাওয়া যায়না। জানা যায়, জমিদারি শাসনামলে হয়বত নগর এর জমিদার জনাব শরীফ খাঁ তার জমিদারির খোঁজ-খবর নেয়ার জন্য এ এলাকায় আসলে মোহন সাহা নামক একজন ব্যবসায়ী জমিদারের আগমন উপলক্ষ্যে বেশ কিছু সুস্বাদু খাবার দাবার নিয়ে উপস্থিত হন এবং তা জমিদারকে উপহার হিসেবে দেন। 

মোহন সাহার এ আপ্যায়ন ও আতিথেয়তায় জমিদার শরীফ খাঁ মুগ্ধ হয়ে মোহন সাহার কাছে জানতে চান তার কোন অভিলাষ আছে কিনা! মোহন সাহা তখন তার অভিলাষ ব্যক্ত করেন। মোহন সাহা যে স্থানটিতে বসে ব্যবসা করেন সেখানে একটি হাট বসাতে চান বলে জমিদারকে জানান। জমিদার শরীফ খাঁ মোহন সাহার ইচ্ছে পুরণে তাকে হাট বসানোর অনুমতি প্রদান করেন। প্রতিশ্রুতি মত মোহন সাহা সেখানে হাট প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের মধ্যে সেটি মোহন সাহার হাট বলেই পরিচিতি পায়। পরবর্তীতে ‘মোহন সাহার হাট’ মোহনগঞ্জ নামে খ্যাত হয়।

Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন