সাত শহীদের সমাধি

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন লেঙ্গুরা গ্রামে ১৯৭১ এর ২৬ জুলাই তারিখে সম্মুখ সমরের সাত শহীদ মুক্তিযুদ্ধার সমাধিটি এক অনন্য গৌরবের প্রতীক হয়ে আছে। জানা যায়, ১৯৭১ এর ২৬ জুলাই বিরিশিরি হতে কলমাকান্দায় পাক বাহিনীর নিকট রসদ যাবে এ তথ্য পেয়ে পরিকল্পনা করা হয় রসদ যাওয়াকালীন নাজিরপুর বাজারের নিকট পাক বাহিনীকে আক্রমন করা হবে। সে অনুযায়ী পরিকল্পনা করা হয় এবং এ্যাম্বুস স্থাপন করা হয়। 

কিন্তু সময়মত পাক রসদ সে রাস্তায় না যাওয়ায়, তথ্য ভুল ছিল ভেবে মুক্তিযোদ্ধারা যখন এ্যাম্বুস তুলে ফেলায় ব্যস্ত, ঠিক তখনই অতর্কিত হামলা চালায় পাকবাহিনী। মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক-হানাদারদের ভয়াবহ সম্মুখযুদ্ধ শুরু হয়। দিনভর ভয়াবহ যুদ্ধ চলে। এক পর্যায়ে পাক বাহিনী তীব্র আক্রমন চালিয়ে মুক্তিযোদ্ধাদের এলাকায় ঢুকে পড়ে। হঠাৎ মুক্তিযোদ্ধা কমান্ডার আহত হলে মুক্তিবাহিনী কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। পাকবাহিনী কয়েকজন মুক্তিযোদ্ধাকে স্বশস্ত্র অবস্থায় ধরে ফেলে এবং বেয়নেট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে। 

এ যুদ্ধে মোট সাত জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেনঃ ডাঃ আব্দুল আজিজ, মোঃ ফজলুল হক, মোঃ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোঃ নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মোঃ জামাল উদ্দিন। এ যুদ্ধে নিহত হয় অনেক পাকসেনাও। যুদ্ধের পর শহীদ মুক্তিযোদ্ধাদের মরদেহ লেংগুরা গ্রামে সমাহিত করা হয়। সেই থেকে প্রতিবছর এ দিনটি ‘ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস’ হিসাবে পালন করা হয়। এ দিন নেত্রকোনা ছাড়াও বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযোদ্ধাদের সমাবেশ ঘটে লেঙ্গুরায় সাত শহীদের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সাত শহীদের সমাধির কাছে একটি স্মৃতিসৌধও রয়েছে। এছাড়া নাজিরপুর মোড়েও রয়েছে অপর একটি স্মৃতিসৌধ। 
Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন