আধুনিক জ্ঞান চর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের নিমিত্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার আলোকে নেত্রকোনা জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ পরবর্তীতে উচ্চ শিক্ষার বিকাশে নেত্রকোনা জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ সরকারের অথার্য়নে একটি সরকারি বিশ্ববিদ্যালয়। প্রথমদিকে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপনের কথা থাকলেও পরে সাধারণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞানের পাশাপাশি মানবিক, বাণিজ্যের বিষয়গুলোও এখানে পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে রাজুরবাজার এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ব্যবহৃত হচ্ছে।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৩ টি অনুষদের অধীনে ৪টি বিভাগ আছে। কলা অনুষদের অধীন বাংলা ও ইংরেজি, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন অর্থনীতি এবং বিজ্ঞান অনুষদের অধীন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ চালু রয়েছে।
প্রফেসর ড. রফিক উল্লাহ খান এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উপাচার্য। ২০১৮ খ্রিষ্টাব্দের ১ আগস্ট তিনি এই বিশ্ববিদ্যালয়টির দায়িত্ব প্রাপ্ত হন। শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় পেয়ে নেত্রকোনাবাসীর অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন