নেত্রকোণা ডায়াবেটিক সমিতি; ডায়াবেটিক চিকিৎসার মডেল

বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন জনিত রোগ। শরীরের অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে সামর্থ না হয়, তাহলে যে রোগ হয় তাকে 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ' বলা হয়। তখন শরীরের রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। 

দেশে ব্যাপকবাবে এ ধরনের রোগীর অস্থিত্ব থাকায় সারাদেশেই এ রোগ নিয়ন্ত্রণে, রোগীদের সেবা ও পরামর্শ দিতে গড়ে উঠে ডায়াবেটিক সমিতি। নেত্রকোনায়ও এ ধরনের একটি সমিতি রয়েছে যার নাম হলো নেত্রকোণা ডায়াবেটিক সমিতি। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি নেত্রকোনা জেলা সদরের ছোট বাজার এলাকার মেছুয়া বাজারের পাশে অবস্থিত। প্রতিষ্ঠানটি জেলায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গরীব ও অসহায় রোগীরা এ প্রতিষ্ঠান থেকে ফ্রি চিকিৎসা পেয়ে আসছে। রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। স্বল্পমুল্যে যে কেউ ডায়াবেটিক জনিত পরীক্ষা নীরিক্ষার সুযোগ পেয়ে থাকেন।
Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন