ফজলুর রহমান খান বাংলাদেশের একজন শহীদ বুদ্ধিজীবী। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী ও রাজাকার সংগঠন আল বদর ও আল শামসের হাতে নিহত বুদ্ধিজীবীদের মধ্যে তিনি একজন। তাঁর জন্ম ১৯৩৯ সালের ২ মার্চ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কাজিয়াটি গ্রামে। তাঁর পিতার নাম আবদুল হেকিম খান যিনি পেশাগতভাবে ছিলেন স্কুল শিক্ষক এবং তাঁর মাতার নাম ফিরোজা খাতুন।
ফজলুর রহমান ১৯৫৪ সালে মোহনগঞ্জ হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫৬ সালে আনন্দমোহন কলেজ থেকে আই.এস.সি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে ১৯৬০ সালে বি.এস.সি (সম্মান) এবং ১৯৬২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন।
ফজলুর রহমান খান ১৯৬৩ সালের ১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৪ সালে উচ্চ শিক্ষার্থে ইংল্যান্ড যান। ১৯৬৪-১৯৬৮ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ”A
Study on the Nutrient Metabolism in Soil at High Moisture Level” বিষয়ে উচ্চতর গবেষণা কর্মে নিয়োজিত ছিলেন। ১৯৬৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারার পদে উন্নীত হন।
১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতের শেষ ভাগে অর্থাৎ ২৬ মার্চ ভোর রাতে রাজাকার আলবদরদের সহায়তায় পাকিস্তানি সৈন্যরা ঢাকা বিশ্বদ্যিালয় এলাকা আক্রমণ করে। পাকিস্তানী সেনারা তাকে তার তৎকালীন ইকবাল হলের (বর্তমান জহুরুল হক হল) আবাসিক শিক্ষকদের বসবাসের ভবনের নিজ শয়ন কক্ষে গুলি করে হত্যা করে। তাঁর ভাগ্নে কাঞ্চনও সৈন্যদের গুলিতে নিহত হন। প্রায় দেড় দিন সেখানে পড়ে থাকার পর ২৭ মার্চ কারফিউ শিথিল হলে তার পরিবারের সদস্যগণ তাকে আজিমপুর কবরস্থানে সমাধিস্থ করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন