কবি কঙ্ক; মধ্যযুগের বিখ্যাত এক কবি

কবি কঙ্ক মধ্যযুগের বিখ্যাত একজন কবি। তিনি কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্যের আদি কবি। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিপ্রগ্রাম- এ পঞ্চদশ শতাব্দীতে ব্রাহ্মণ ঘরে তার জন্ম। তাঁর পিতার নাম ছিল গুণরাজ এবং মাতার নাম ছিল গুণবতী। কঙ্ক শৈশবেই তাঁর পিতা ও মাতাকে হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ায় মুরারী ও কৌশল্যা নামধেয় এক চাতাল দম্পতির ঘরে তিনি লালিত পালিত হন। এ দম্পতিই তাঁর নাম কঙ্ক রাখেন। 

পরবর্তীতে, গর্গনামক এক মহাপণ্ডিতের আশ্রয়লাভ করেন কবি কঙ্ক । গর্গকন্যা লীলার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে কবি কঙ্কের। লীলা ও কঙ্কের প্রণয়-আখ্যান ড. দীনেশ সেন সঙ্কলিত ‘ময়মনসিংহ গীতিকায় উল্লেখ আছে। 

কবি কঙ্ক সত্যপীরের মহিমা প্রচারের উদ্দেশ্যে আনুমানিক ১৫০২ খৃস্টাব্দে বাংলায় সর্বপ্রথম বিদ্যাসুন্দর কাহিনী রচনা করেন। চৈতন্যদেবের (১৪৮৬-১৫৩৩) আবির্ভাবও এ সময়। কঙ্ক-রচিত ‘বিদ্যাসুন্দর তৎকালীন কাব্যধারার ব্যতিক্রম। এই কাব্যে কালিকার পরিবর্তে সত্যনারায়ণের মাহাত্ম্য কীর্তিত হয়েছে এবং বহু স্থানে চৈতন্যদেবের প্রতি শ্রদ্ধা প্রকাশিত হয়েছে।

Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন