হাওড়-বাওড় আর পাহাড়ের নিসর্গ ঘেরা এক দৃষ্টিনন্দন জেলা নেত্রকোনা । এই জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী বহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব হাজী মেহাম্মদ আবু আব্বাছ ১৯৮৫ সালের ১২ই জানুয়ারি আবু আব্বাছ কলেজটি প্রতিষ্ঠা করেন ।আশানুরুপ ফলাফল, সময়ের দাবী আর শিক্ষার অনুকূল পরিবেশের প্রেক্ষিতে ১৯৯৫ সালে কলেজটি স্নাতক পর্যায়ে উন্নীত হয়। যাত্রালগ্ন থেকেই কলেজটির আর্দশ শিক্ষা কার্যক্রম শিক্ষার্থী ও অভিভাবকদের নজর কাড়ে ।পরবর্তীতে এর পাঠর্ক্রমে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়ে কলেজটি অত্র এলাকার সর্বোচ্চ বিষয় পাঠদানের তীর্থমেলায় পরিণত হয় ।বর্তমানে এ কলেজটিতে বিঙ্গান, মানবিক,ব্যবসায় শিক্ষা শাখা ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এইচ.এস.সি(ব্যবসায় ব্যবস্থাপনা) কোর্স চালু আছে। ২০০৭-০৮ শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীন ক্লাস ও পরীক্ষা সেমিষ্টারের ভিত্তিতে গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে ।বর্তমানে প্রতিষ্ঠাতা প্র্রয়াত।কিন্তু তার প্রতিষ্ঠিত স্বপ্নের এই কলেজটিতে প্রতি বছর শিক্ষা- দীক্ষায় পশ্চাৎপদ এ এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী ন অন্বেষণ করে চলেছে।
বর্তমানে কলেজ গভার্নিং বডির সম্মানিত সভাপতি নেত্রকোনা-২আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আশরাফ আলী খান খসরু এর যোগ্য নেতৃত্ব ও দক্ষ ব্যবস্থাপনায় কলেজটি নতুন উদ্যোমে পরিচালিত হচ্ছে । বিস্তারিত জানতে- আবুআব্বাছ কলেজ
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন