১৯৮৪ সালে আন্জুমান মুফিদুল ইসলাম, নেত্রকোণা শাখার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে নানারকম প্রতিকুলতার মাঝে সমাজের অবহেলিত দরিদ্র পীড়িত জনগনের সেবা করে আসছে। এই শতাব্দী পুরাতন এ প্রতিষ্ঠানের উদ্য্ক্তোা ইব্রাহিম মোহাম্মদ ডুপ্লে। বিংশ শতাব্দীর শুরুতে তিনি লক্ষ্য করেন যে কলকাতায় বেওয়ারিশ মুসলমানদের লাশ ইসলামী রীতিতে দাফন না-করে, কাফন-জানাজা ব্যাতিরেকে, হিন্দুদের ন্যায় পুড়িয়ে ফেলা হচ্ছে। এ সমস্যা নিরসনে তিনি ১৯০৫ খ্রীস্টাব্দে আন্জুমান মফিদুল ইসলাম প্রতিষ্ঠা করেন। ১৯০৫ খ্রীস্টাব্দে যখন আন্জুমান মফিদুল ইসলাম প্রতিষ্ঠিত হয় তখন এর মূল উদ্দেশ্য ছিল ইসলামিক রীতি অনুসরণপূর্বক বেওয়ারিশ মুসলমানদের লাশ দাফনের ব্যবস্থা করা। কালক্রমে এই সংস্থা নানারূপ মানবতাবাদী কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। পর্যায়ক্রমে এর সেবামূলক কাজের পরিধি বাড়ানো হয়েছে। আন্জুমান মুফিদুল ইসলাম, নেত্রকোণাও এর ব্যতিক্রম নয়। শাখাটি প্রতিষ্ঠার পর থেকে শুধু মুসলমান নয়, সকল ধর্মের মানুষই এ সংস্থার সেবা পেয়ে আসছে।
আন্জুমান মুফিদুল ইসলাম, নেত্রকোণা শাখার প্রধান কার্যাবলী নিম্নরূপঃ
১. মুসলমানদের বে-ওয়ারিশ লাশ দাফন ও অসমর্থ লোকদের লাশ দাফনের ব্যবস্থা
২. ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিচালনা, সুন্নতে খাতনা,
৩. দূর্গত এলাকায় ত্রান কার্যক্রম পরিচালনা,
৪. শীতবস্ত্র বিতরণ,
৫. এতিম মেয়েদের বিবাহে সাহায্য প্রদান,
৬. প্রাকৃতিক দুর্যোগকালে মেডিকেল টিম পরিচালনা,
৭. ঈদে নতুন কাপড় বিতরণ,
৮. মুসলিম এতিমখানা পরিচালনা
৯. চিকিৎসা সাহায্য প্রদানসহ অন্যান্য সামাজিক ও
১০. অন্যান্য মানবিক কার্যক্রম।
সমাজের দানশীল ব্যক্তিবর্গের দেয়া দান, যাকাত, ফেৎরা, কোরবানীর চামড়ার মূল্য, জেলা প্রশাসন সহ অন্যান্য সরকারী ও বেসরকারী অফিস হতে প্রাপ্ত দানই এ প্রতিষ্ঠানের ব্যয়কৃত অর্থের মুল উৎস। আন্জুমান মুফিদুল ইসলাম, নেত্রকোণা শাখার অফিস পুরাতন হাসপাতাল রোড, নেত্রকোনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন