তেলিগাতী ডিগ্রী কলেজ, আটপাড়া

অভিজ্ঞ শিক্ষক ও পরিচালক মন্ডলী দ্বরা পরিচালিত নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলাস্থ তেলিগাতী ডিগ্রী কলেজটি সমগ্র নেত্রকোণা জেলার একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান । ভাটি বাংলার প্রত্যন্ত ও অনুন্নত জনপদ তেলিগাতীতে এলাকার মহামানব ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টার বিদ্যা বিতরণের সুমহান ব্রত নিয়ে কলেজটির সূচনা হয়েছিল সেই সুদূর অতীতে ১৯৬৮খ্রিঃ । প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি প্রায় ৪২ বছর ধরে ছাত্র-ছাত্রী এ কলেজের পাঠ শেষে সুনামের সাথে বি,সি,এস ক্যাডার সহ ইন্জিনিয়ারিং,শিক্ষকতা,আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও অন্যান্য পেশায় নিয়োজিত থেকে জাতীয় জীবনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । একথা সর্বজনবিদিত যে, বিগত বছর গুলোতে দেশের শিক্ষাব্যবস্থায় চরম নৈরাজ্য বিরাজ করছিল ।পরীক্ষা কেন্দ্রগুলেআতে চলত নকলের মহাউত্সব ।ফলে শিক্ষার ক্রমাবনতি জাতীকে হতাশ করছিল ।সম্প্রতি সরকার ও জনসাধারণের সদিচ্ছার প্রতিফলন হিসেবে শিক্ষাঙ্গন হতে নকল প্রবণতা নির্মূল হয়েছে ।তাই একথাআ স্বীকার্য যে,ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নামক বৈতরণী পার হওয়ার জন্য নিয়মিত গভীর অধ্যয়ন ও অনুশীলনেরল্প নেই ।আর এ জন্য দরকার একটি যুগোপযোগী,আধুনিক ওবিজ্ঞান সম্মত শিক্ষাদান পদ্ধতি। এই লক্ষ্যকে সামনে রেখেই তেলিগাতী ডিগ্রী কলেজ ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেমিষ্টার পদ্ধতি প্রবর্তন করা হয়েছে ।এ পদ্ধতিতে প্রতিটি বিষয় নিয়মিত পাঠদান, পরীক্ষা গ্রহণ ও অনুশীলনের ব্যবস্থা আছে ।এ পদ্ধতির ফলে শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহার সম্ভব হবে নিয়মিত পাঠভ্যাসের মাধ্যমে তার শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে এবং মেধাবিকাশে সহায়ক হচ্ছে ।উক্ত সেমিষ্টার পদ্ধতির সফল বাস্তবায়ন সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে । বিস্তারিত জানতে তেলিগাতী ডিগ্রী কলেজ

Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন