তরুণ প্রতিভা মুহাম্মদ শহীদুল্লাহ

লেখক, সাংবাদিক, সংগঠক, ইসলামী গবেষক, উপস্থাপক ও শিক্ষাবিদ মুহাম্মদ শহীদুল্লাহ ১৯৮১ সালের ১ মার্চ নেত্রকোনা সদরের নাগড়ায় জম্ম গ্রহন করেন। তাঁর বাবার নাম-আলহাজ্ব মোহাম্মদ ওসমান আলী এবং মাতার নাম-মোছাম্মা জোবেদা ওসমান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নকালীন যোগ দেন সাংবাদিকতায়। তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক আমারদেশ, দৈনিক মানবজমিন, দৈনিক আল মুজাদ্দেদ, দৈনিক মাতৃভূমি, দৈনিক আজকালের খবরসহ বিভিন্ন দৈনিকে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ধর্মভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সাথে জড়িত। 

বিভিন্ন পত্রিকায় তাঁর প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধ, গল্প ও কবিতার সংখ্যা কয়েক হাজার। মাত্র ৩১ বছর বয়সে বহুল প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব শুধু নেত্রকোনাই নয় সারা বাংলাদেশেই বিরল। শিক্ষাজীবনে সফল কৃতিত্বের জন্য প্রেসিডেন্ট গোল্ড মেডালিস্ট মুহাম্মদ শহীদুল্লাহ আমাদের নেত্রকোনার গৌরব।
Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন