বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কৃতী শিক্ষাবিদ ডঃ আনোয়ার হোসেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে জম্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মহিউদ্দিন আহম্মদ এবং মাতার নাম আশ্রাফুন্নেছা। ছাত্র জীবনেই ডঃ আনোয়ার হোসেন প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত হন। স্বাধীনতা যুদ্ধে বড় ভাই কর্ণেল তাহেরের সাথে ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পাশাপাশি রাজনৈতিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর কর্ণেল তাহেরের নেতৃত্বে পরিচালিত সিপাহী-জনতার অভূত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠকে কেন্দ্র করে ছাত্রদের সাথে সেনাবাহিনীর যে সংঘর্ষ হয় তাতেও তিনি একজন বলিষ্ট মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ন হন। শান্তিময় সমাধানের পথে তিনি এগোলেও সামরিক মদদপুষ্টে তিনি কারাগারে নিক্ষিপ্ত হন এবং অনেকদিন জেলহাজতে থাকেন। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী আন্দোলন শুরু হলে সামরিক মদদপুষ্ট সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। বর্তমানে আলোকিত এ ব্যক্তিত্ব জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যারয়ে ভিসি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন