খ্যাতিমান আধুনিক কবি ও সাংবাদিক হেলাল হাফিজ

খ্যাতিমান আধুনিক কবি ও সাংবাদিক হেলাল হাফিজ জন্ম গ্রহন করেন ৭ অক্টোবর ১৯৪৮ খ্রিস্টাব্দে আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে। তাঁর পিতার নাম খোরশেদ আলী তালুকদার এবং মাতার নাম কোকিলা বেগম। হেলাল হাফিজ নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, নেত্রকোনা সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীনই তিনি দৈনিক পূর্বদেশ-এ সাংবাদিক হিসেবে যোগদান করেন। তিনি দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এ নাগাদ তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থের সংখ্যা দুইটি-"যে জলে আগুন জ্বলে"(১৯৮৬ সালে প্রকাশিত) এবং "কবিতা একাত্তর" ( বাংলা ও ইংরেজি দুই ভাষায়, একুশে বইমেলা ২০১২ প্রকাশিত )।  "যে জলে আগুন জ্বলে" বইটি এতো বেশি জনপ্রিয়তা অর্জন করে যে পরবর্তীতে এ গ্রন্থটির অসংখ্য সংস্করণ হয়েছে। এ গ্রন্থের সবচেয়ে জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’। এ কবিতার দুটি লাইন এরকম-
‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’’

হেলাল হাফিজ তাঁর সাহিত্য প্রতিভার জন্য দেশ ও বিদেশ থেকে পেয়েছেন অসংখ্য পুরস্কার। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে- ময়মনসিংহ প্র্রেসক্লাব সাহিত্য পদক, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর সাহিত্য পুরস্কার, হাসান হাফিজুর রহমান সাহিত্য পুরস্কার ও উত্তর আমেরিকা সাহিত্য পুরস্কার।


Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন