নেত্রকোনা জেলার নামকরন

বর্তমান নেত্রকোনা শহর যে স্থানে অবস্থিত তা একসময় কালিগঞ্জ নামে পরিচিত ছিল। এ কালিগঞ্জের বাইরে দূরবর্তী একটি জায়গার নাম ছিল " নাটুরকোনা "। এ নাটুরকোনাতে ব্রিটিশ সরকার স্থাপন করে একটি পুলিশ ফাঁড়ি। প্রচলিত আছে পাগলপন্থী আন্দোলননের নেতা ও কৃষক বিদ্রোহের বীর সেনানী টিপু পাগল বা টিপু শাহকে গ্রেফতার করা হলে টিপু শাহ'র অনুসারী এবং সাধারন জনতা "নাটুরকোনা" পুলিশ ফাঁড়ি আক্রমন করে এবং ফাঁড়ির অস্ত্র-সস্ত্র সব লুট করে নেয়। বৃটিশ সরকার এতে চিন্তিত হয়ে পড়ে এবং পরবর্তীতে ফাঁড়িটির নিরাপত্তার স্বার্থে তা কালিগঞ্জে স্থানান্তর করে। 

ফাঁড়ি স্থানান্তর হলেও কাগজ পত্রে ফাঁড়িটি "নাটুরকোনা পুলিশ ফাঁড়ি" নামেই সকল কার্যক্রম চলত। যেহেতু বৃটিশদের মুখে বাংলা উচ্চারণ কিছুটা বিকৃত হতো সেহেতু এই "নাটুরকোনা" বৃটিশদের মুখে নাটরোকোনা, নেটরোকোনা প্রভৃতি উচ্চারণে উচ্চারিত হচ্ছিল। আর বৃটিশ কতৃক এ বিকৃত উচ্চারণ থেকেই আজকের নেত্রকোনা নামের উপত্তি।
Share on Google Plus

About Ripon Abu Hasnat

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন